সম্পাদকের বক্তব্য

স্বচ্ছ, গ্রহনযোগ্য এবং সুনির্দিষ্ট কাঠামোতে একটি প্রতিষ্ঠান চালাতে হলে বর্তমান সময়ে ওয়েবসাইট এবং সফটওয়্যারের ভূমিকা অপরিসীম। আমাদের ওয়েবসাইট, ডিজিটাল ওকালতনামা, কর্মকর্তা-কর্মচারিদের ডিজিটাল হাজিরা, সকল আর্থিক বিষয়াদি নিয়ন্ত্রনে কাস্টমাইজড সফটওয়্যার এর ব্যবহার বরিশাল আইনজীবি সমিতিকে একটি পূর্ণাঙ্গ আইটি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে রূপ দিয়েছে। আশা করি সামনের দিনগুলোতে বরিশাল আইনজীবি সমিতি আরও আধুনিক ফিচার ও প্রযুক্তি নিয়ে বরিশালবাসীর পাশে থাকবে ইনশাআল্লাহ।

যোগাযোগ

ঠিকানা: ফজলুল হক এভেনিউ, বরিশাল।

টেলিফোন : 02478863466

  ইমেইল : barishalbara2z@gmail.com

শেয়ার লিংক

Solverwp- WordPress Theme and Plugin