ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের লালিত স্বপ্ন বিজ্ঞ সদস্যবৃন্দের সঠিক তালিকা প্রণয়ন করে ও সদস্য পরিচিতি ওয়েবসােইটে প্রদানসহ কম্পিউটারাইজড পদ্ধতিতে হিসাব রক্ষন, বই লাইব্রেরী সংরক্ষন ও ওকালতনামা বিক্রয়ের কার্যক্রম গ্রহন করি। কার্যকরী কমিটির সদস্যবৃন্দ কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। আমার জানামতে সকল তথ্য এবং সমিতির রেজিষ্টার ও অন্যান্য রেকর্ড সমূহ পর্যালোচনা করে নির্ভুল-ভাবে প্রকাশের অক্লিষ্ট পরিশ্রম করেছি। আশা করছি এ ধরনের সাহসী উদ্যোগকে সদস্যবৃন্দ সহযোগিতার দৃষ্টিতে দেখবেন।আধুনিক বাংলাদেশ গড়ার মানসে আমরা আইনজীবীবৃন্দ একজোটে কাজ কবর মর্মে অঙ্গীকার করছি। পরিশেষে সকল বিজ্ঞ সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সুখ ও মমৃদ্ধি কামনা করছি।